সংবাদ বিজ্ঞপ্তি
বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বিসিক শিল্পনগরীর সপুরা সিল্ক মিলস প্রাঙ্গণে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক শামীম আহমেদ।
বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতি সভাপতি মো. হাসেন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিক রাজশাহীর আঞ্চলিক পরিচালক রেজাউল আলম সরকার, বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মহিউদ্দিন শেখ, বিসিক রাজশাহীর উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) জুয়েল চন্দ্র সেন, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক ড. মো. বেলাল উদ্দিন আহমেদ, বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতি, রাজশাহীর সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ জাকী।
নবনির্বাচিত সদস্যবৃন্দ হলেন-সহসভাপতি সাজ্জাদ আলী, হাজী আব্দুল মালেক ও আব্দুল মালেক মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আল রাহী, সাংগঠনিক সম্পাদক রফিক হাসান লালচান, কোষাধ্যক্ষ আব্দুল গণি, প্রচার সম্পাদক হাসানুজ্জামান পলাশ, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, প্রকাশনা সম্পাদক রেজাউল করিম রাজা, নির্বাহী সদস্য লিয়াকত আলী, তোহরুল ইসলাম, নাজমুল হক নানটু, শাহ আলম, ইব্রাহিম চৌধুরী শাহ, আব্দুল মান্নান, সাইদুল ইসলাম, মাহাবুব আলম, শাহিনুর রহমান ও ফায়সাল হোসেন।