• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন

বিপ্লবের মাধ্যমে নতুন বিজয় দিবস সৃষ্টি করল তরুণ প্রজন্ম : ড. ইউনূস

রিপোর্টার নাম:
আপডেট বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

বাংলার কথা ডেস্ক

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আজ আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল এটা সামনে রেখে সামনে এগিয়ে যেতে হবে।’

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ড. ইউনূস।

অধ্যাপক ড. ইউনূস বলেন, ‘তরুণরা এ দেশকে রক্ষা করেছে, পুনর্জন্ম দিয়েছে। আমরা এগিয়ে যেতে চাই। এরা এ দেশকে রক্ষা করেছে। এ স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। এ স্বাধীনতার সুফল আমাদের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে।’

ড. ইউনূস বলেন, ‘আমাদের সবাইকে দেশের এ স্বাধীনতা রক্ষা করতে হবে। আমাদের সরকারকে জনগণের আস্থায় নিতে হবে।’

‘বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হলো। যে তরুণ সমাজ এটা সম্ভব করেছে তাঁদের প্রতি আমার সমস্ত কৃতজ্ঞতা জানাই।’

ড. ইউনূস বলেন, ‘আপনারা যদি আমাকে প্রয়োজন মনে করেন, আমার কথা শুনতে হবে। আমার কথা, কেউ কোনো হামলা করতে পারবে না। যদি আমার কথা না শুনেন, আমার এখানে কোনো দরকার নাই। আমি আমার কাজে চলে যাব।’

অধ্যাপক ড. ইউনূস বলেন, ‘দেশে সংখ্যালঘুদের ওপর হামলা, দোকানপাটে হামলা, সন্ত্রাস এগুলো ষড়যন্ত্রের অংশ। এগুলোর জন্য ওই ষড়যন্ত্রকারীরাই দায়ী। আমাদের এগুলো প্রতিরোধ করতে হবে সম্মিলিতভাবে।’

 

সূত্র: এনটিভি নিউজ

 

বাংলার কথা/আগস্ট ০৮, ২০২৪

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ