বাংলার কথা ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বাড়ির ওপর হামলা করে বিক্ষুব্ধ জনতার একটা অংশ। এসব ঘটনার মধ্যেই আলোচনায় আসে লিটন দাসের নাম। সোশ্যাল মিডিয়ায় রটে তার বাড়িতেও নাকি হামলা হয়। তবে, এই তথ্য পুরোটাই গুজব বলে উড়িয়ে দিলেন লিটন। পুরো বিষয়টি নিয়ে নিজের ফেসবুক একাউন্টে মুখ খুললেন ডানহাতি এই ব্যাটার।
আজ শুক্রবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানালেন লিটন। এক বার্তায় তিনি বলেছেন, ‘প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়ায় একটি খবর প্রচারিত হয়েছে, আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই। কেউ এসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি।’
এর লিটন যোগ করে লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম–বর্ণ–নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুরবাসীসহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করব, ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকব এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখব এই দেশটাকে। কারণ, দেশটা আমাদের সবার।’
শেখ হাসিনার দেশ ত্যাগের পর বিভিন্ন তার নেতার্মীদের মতো তোপের মুখে পড়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসানও। গত ৫ আগস্ট জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফীর নড়াইলের বাড়িতে হামলা ও ভাঙচুরের পর আগুন দেওয়া হয়। জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের এই সংসদ সদস্য পুরো ছাত্র আন্দোলনে নিশ্চুপ ছিলেন। এমনকি আরেক সংসদ সদস্য সাকিব আল হাসানও নিশ্চুপ ছিলেন। তাই দুজনের ওপরই বেশিরভাগ ক্ষুব্ধ ছাত্র-জনতারা।
সূত্র: এনটিভি অনলাইন
বাংলার কথা/আগস্ট ০৯, ২০২৪