• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ

বাঘায় নিপা ভাইরাসে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

রিপোর্টার নাম:
আপডেট বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর বাঘায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ছাত্রদল নেতা আবু আফজালের (৪৫) মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়।

 

আবু আফজাল বাঘা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও চকছাতারী গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন তার বড় ভাই বাবুল ইসলাম।

তিনি জানাস, আফজাল ১২ জানুয়ারি শ্বশুরবাড়ি দুড়দুড়িয়া গ্রামে যান। সেখানে তিনি খেজুরের কাঁচা রস খান। এই রস খাওয়ার পরদিনই তিনি অসুস্থবোধ করতে থাকেন। ১৪ জানুয়ারি তার অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

 

হাসপাতালে পরিস্থিতির আরো অবনতি হলে আফজালকে বুধবার (২৩ জানুয়ারি) সকালে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

 

বাবুল ইসলাম বলেন, আফজাল ২০২০ সালে করোনা ও ২০২৩ সালে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

 

সূত্র: পদ্মাটাইমস

 

বাংলার কথা/জানুয়ারি ২৫, ২০২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ