• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন

বাংলাদেশের পেস বোলাররা প্রথমবার যে কীর্তি গড়ল

রিপোর্টার নাম:
আপডেট সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

বাংলার কথা ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে নতুন এক কীর্তি গড়ল বাংলাদেশ দলের পেস বোলাররা। এই প্রথম এক ইনিংসে প্রতিপক্ষের ১০ উইকেট শিকার করল বাংলাদেশ।

১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দলের পেস বোলারদের তোপের মুখে পড়ে ৪৬.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন সালমান আগা, ৪৩ রান করেন মোহাম্মদ রিজওয়ান।

বাংলাদেশ দলের হয়ে ৪৩ রানে ৫ উইকেট নেন পেস বোলার হাসান মাহমুদ। ৪৪ রানে ৪ উইকেট নেন তরুণ পেসার নাহিদ রানা। ১ উইকেট নেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। এই তিন তারকা পেসার পাকিস্তানের ১০টি উইকেট তুলে নেন।

এর আগে ২০০১ ও ২০০৫ সালে জিম্বাবুয়ে ও শ্রীলংকার বিপক্ষে এক ইনিংসে সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেছিল বাংলাদেশের পেস বোলাররা।

রাওয়ালপিন্ডিতে চলতি চেস্টে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ১৮৫ রান। হাতে ছিল দেড় দিন। আজ চা বিরতির একটু পর আলো স্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ ৭ ওভারে ৪২ রান করে। আগামীকাল তিন সেশনে বাংলাদেশকে করতে হবে ১৪৩ রান। হাতে আছে ১০ উইকেট।

সূত্র: যুগান্তর

 

বাংলার কথা/সেপ্টেম্বর ০২, ২০২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ