নিজস্ব প্রতিবেদক
রাজশাহী নগরীর রাজপাড়া থানার ফুড অফিসের সামনে থেকে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার ভোর রাতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার ও মাদক কারবারীকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ীর নাম সামি মো: নূরনবী (৩৮)। তিনি নগরীর রাজপাড়া থানার ফুড অফিসের পিছনের আবুল কালামের ছেলে।
নগর পুলিশ জানায়, রোববার ভোর সাড়ে ৪টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিল। ডিবি পুলিশের এ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজপাড়া থানার ফুড অফিসের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।
এমন সংবাদ পেয়ে ডিবি পুলিশের ওই দল রাজপাড়া থানার ফুড অফিসের সামনে অভিযান পরিচালনা করে নূরনবীকে আটক করে। পরে তার কাছে তল্লাশী চালিয়ে ১৫০ পিস ইয়াবা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত নুর নবী জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ ইয়াবার ব্যবসা করে আসছে। পরে তাকে রাজপাড়া থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।