নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে ছাত্র-জনতাকে লক্ষ্য করে দুই হাতে দুই পিস্তল নিয়ে গুলি করা জহিরুল হক রুবেলের (৪১) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কুমিল্লার দাউদকান্দি থেকে র্যাবের অভিযানে গ্রেফতার হয়েছেন তিনি।
রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. ফয়সল তারেক এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর র্যাব কুমিল্লা থেকে রাজশাহী নিয়ে আসে রুবেলকে। পরে তাকে পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ জানান, রুবেলকে রোববার সকালে পুলিশের হেফাজতে নিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রুবেলের বিরুদ্ধে আরো দুটি হত্যা মামলা ও মাদকের মামলা রয়েছে। সে রাজশাহীর চণ্ডিপুর এলাকার বাসিন্দা।
সূত্র: বণিক বার্তা
বাংলার কথা/সেপ্টেম্বর ১৫, ২০২৪