ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ডাকাত ও খুনিদের পক্ষ নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে। বিএনপির যেসব নেতাকর্মী এতোদিন খেয়ে না খেয়ে আওয়ামীলীগের দেওয়া শত শত গায়েবানা মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, সেসব নেতাকর্মীদের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতাদের নিকট মিথ্যাচার করছেন বলেও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাবে দলীয় নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে লিখিতভাবে এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান।
সংবাদ সম্মেলনে মেহেদী হাসান বলেন, গত ৬ আগস্ট ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চর রূপপুর জিগাতলা এলাকায় আমেরিকান প্রবাসী তানভীর হাসান সুমন ওরফে আমেরিকান সুমনের দুই গ্রুপের মধ্যে রেশারেশির জের ধরে আরিফ হোসেন সচিন বিশ্বাস (২৫) নামে এক যুবদল কর্মী হত্যার শিকার হন। এ ঘটনায় নিহতের পরিবার থানায় আমেরিকান সুমনের দ্বারা প্রভাবিত করে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে থানায় যে হত্যা মামলা দায়ের করেছে, তাতে সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাসেল পারভেজসহ স্বেচ্ছাসেবকদল ও যুবদলের বেশকিছু নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, মামলার প্রতিবাদে ১৫ আগস্ট এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রূপপুর জিগাতলা মোড় থেকে কড়ইতলা মোড়ে যাওয়ার পথে আমেরিকান সুমনের নেতৃত্বে নবী ডাকাত, ডাকাত দাদা সজীব, সোহেল সরদার রুমন ওরফে টোকাই রুমন, রিগ্যান, পাকা সজিবসহ ১৫ থেকে ২০ জন প্রতিবাদ মিছিলে অতর্কিত হামলা চালায়। এসময় মিছিলে ১৫ থেকে ২০ রাউন্ড গুলি বর্ষণ করা হয়। পথচারীদের দুটি মোটর সাইকেল আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়া হয়। অটোরিক্সা ভাংচুর করা হয়। এতে ১৫ থেকে ২০ জন আহত হয়। পরে এলাকাবাসী ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যায়।
সংবাদ সম্মেলনে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান বলেন, ‘ঘটনার দিন কেন্দ্রীয় বিএনপি ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি সফল করতে প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের আমন্ত্রণে যাওয়ার পথে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বিষয়গুলো তিনি নেতাকর্মীদের নিকট থেকে শুনেছেন। অথচ আমার বিরুদ্ধে মিথ্যাচার করে কেন্দ্রীয় নেতাদের বলেছেন, আমি নাকি তার পক্ষের লোকজনের উপর হামলা চালিয়ে মারপিট করেছি।’ হাবিবুর রহমান হাবিবের এই মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মেহেদী।
সংবাদ সম্মেলনে পৌর বিএনপির আহ্বায়ক এসএম ফজলুর রহমান, সদস্য সচিব বিষ্টু সরকার, বিএনপি নেতা আলমগীর হোসেন, আব্দুর রাজ্জাক, আবু সাইদ লিটন, কাউন্সিলর আবু জায়েদ উজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমএম মামুনুর রশিদ নান্টু উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের অভিযোগের বিষয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব মুঠোফোনে বলেন, ‘আমার সঙ্গে কোন ডাকাত ও খুনি নেই। আমাকে শহরে দলীয় কর্মসূচি করতে দেওয়া হয় না। জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে বিষয়টি শুধু কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে।
বাংলার কথা/মেহেদী হাসান/আগস্ট ১৬, ২০২৪