বাংলার কথা ডেস্ক
সারাদেশে সোমবার (১২ আগস্ট) থেকে ট্রেন চলাচল শুরু হবে। তবে শুরুতে পণ্যবাহী ট্রেন চলাচল করবে এবং পরদিন মঙ্গলবার লোকাল, মেইল ও কমিউটার ট্রেনগুলো চলবে। এছাড়া আন্তঃনগর ট্রেন আগামী বৃহস্পতিবার থেকে পরিচালনা হবে বলে জানা গেছে।
রোববার (১১ আগস্ট) বিকেলে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগামীকাল থেকে প্রথমে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হবে। পরদিন লোকাল, মেইল ও কমিউটার ট্রেনগুলো চলবে। এছাড়া আগামী বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সরকার কারফিউ জারি করলে গত ১৯ জুলাই থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যাত্রীবাহী, কন্টেনারবাহী এবং তেলবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। গত ১ আগস্ট স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হলেও ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির প্রথমদিন ফের বন্ধ হয় ট্রেন চলাচল। এরপর ২ আগস্ট থেকে কন্টেনারবাহী ট্রেন চলাচল শুরু হলে আন্দোলনের মুখে ৩ আগস্টের পর কন্টেনারবাহী ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।
সূত্র: ইত্তেফাক
বাংলার কথা/আগস্ট ১১, ২০২৪