নিজস্ব প্রতিবেদক
গোপনে নিজেদের পছন্দের লোকদের নিয়ে বিভিন্ন ইউনিট কমিটি গঠন এবং দীর্ঘদিন জেলা কমিটির সভা না করার অভিযোগে সভাপতি অধ্যাপক ড. মোঃ গোলাম আরিফ ও সাধারণ সম্পাদক অধ্যাপক আম্মান আলীর নেতৃত্বাধীন জিয়া পরিষদের রাজশাহী জেলা কমিটি বাতিল করা হয়েছে। সম্প্রতি জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. মমতাজ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। একই সাথে জেলা কমিটি যেসব উপজেলা কিংবা থানা কমিটি গঠন করেছে, সেসব কমিটিও বাতিল করা হয়েছে।
জিয়া পরিষদের মহাসচিব স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জিয়া পরিষদ রাজশাহী জেলা কমিটি থেকে একযোগে ২৫ জন সদস্যদের পদত্যাগ এবং পদত্যাগের কারণ ও করণীয় বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আমলে নিয়ে জিয়া পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোঃ আবদুল কুদ্দুস ১৯ আগস্ট জিয়া পরিষদ রাজশাহী জেলা কমিটি বাতিল করেছেন। বাতিলকৃত কমিটিকে জিয়া পরিষদের নামে কোন কার্যক্রম না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।