• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন

জামাই বাড়িতে যাওয়া হলো না শাশুড়ির

রিপোর্টার নাম:
আপডেট সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
জামাইয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য ২০ বছরের ছেলেকে নিয়ে বের হয়েছিলেন রিতা বেগম (৪০)। সড়ক দুর্ঘটনায় রাস্তার ডিভাইডারে ব্লক চাপায় ঘটনাস্থলেই মারা যান রিতা বেগম। ফলে জামাইয়ের বাড়িতে বেড়াতে যাওয়া হলো না তার। প্রাণহীন নিহর দেহে স্বজনদের কাঁদিয়ে ফিরলেন স্বামীর বাড়িতে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (আরএনপিপি) মোড়ে ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষে সড়কের ব্লক উল্টে প্রাণহানির এই ঘটনা ঘটে।

নিহত রিতা বেগম উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মাহিদুল ইসলাম মন্টুর স্ত্রী।

নিহত রিতা বেগমের মেয়ের স্বামী (জামাই) হাফিজুর রহমান বলেন, আমার শাশুড়ি ও শ্যালক বাড়ি থেকে হয়ে আমার বাড়ি দাশুড়িয়া কালিকাপুর আসার জন্য রূপপুর মোড়ে (আরএনপিপি মোড়ে) গাড়ির জন্য রাস্তার ডিভাইডারে ব্লকের পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় লালন শাহ সেতুর দিক থেকে দ্রুতগামি একটি ট্রাক পেছন থেকে সামনে থাকা পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিডাইডারের ব্লকে ধাক্কা দেয়। এতে ব্লকটি উপরে পড়ে আমার শাশুড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আমার শাশুড়ি মারা যান। তবে সঙ্গে থাকা আমার শ্যালক অক্ষত রয়েছে।

পাকশী হাইওয়ে থানার এসআই ফরিদুজ্জামান বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-২৮৩১) এবং পিকআপ (ঢাকা-মেট্রো-ন-১২-১৩৭৭) সহ চালকদের আটক করে ফাঁড়িতে রাখা হয়েছে। নিহতের স্বজনদের দাবিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলার কথা/শেখ মেহেদী হাসান/সেপ্টেম্বর ০২, ২০২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ