• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ন

ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তিতে রাজশাহীতে শহীদি মার্চ

রিপোর্টার নাম:
আপডেট বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনার পতন এবং ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তিতে আহত ও নিহতদের স্মরণে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে শহীদি মার্চ কর্মসূচি।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল তিনটার পর থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শহরের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে তালাইমারী মোড়ে জমায়েত হন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। সেখানে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে কবিতা, গান ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় তারা স্বৈরাচার বিরোধী নানা শ্লোগান দিয়ে শহীদদের স্মরণ করে।

সমাবেশে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, এই আন্দোলন ঘিরে সারাদেশে হাজারো ছাত্র-জনতা শহীদ হলেও রাজশাহীর শহীদ আলী রায়হান এবং সাকিব আনজুম আমাদের ঠিক পাশে থেকে আন্দেলন করে গেছে। এসময় শহীদ আলী রায়হানের রক্তভেজা পোশাকটি সবার সামনে তুলে ধরা হয়। তারা জানান, আলী রায়হান ও সাকিব আনজুমের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। নতুন বাংলাদেশ গড়তে পারলেই তাদের আত্মা শান্তি পাবে।

শিক্ষার্থীরা আরো বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে স্বৈরশাসকের পতন হয়েছে, তাদের অতি দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। একইসাথে এই দেশে যেন আর স্বৈরশাসন ফিরে আসতে না পারে, এজন্য রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের পুর্নগঠন করতে হবে। সব প্রতিষ্ঠান থেকে স্বৈরশাসন উপড়ে ফেলতে হবে।

 

বাংলার কথা/সেপ্টেম্বর ০৫, ২০২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ