• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে সাবেক এমপিকে বহনকারী প্রিজনভ্যানে হামলা পঞ্চম থেকে অষ্টম শ্রেণির বইয়েও আসছে পরিবর্তন সংখ্যালঘুদের ‘টার্গেট’ করে সহিংসতার ঘটনায় ৮৮ মামলা, ৭০ জন গ্রেপ্তার নবজাতকের মরদেহ আটকিয়ে ২০ হাজার টাকা আদায়! চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩ মধ্যরাতে হামলায় আ. লীগকে দায়ী করে যা বললেন হাসনাত শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশ পছন্দ করছে না : দিল্লিকে পররাষ্ট্র সচিবের বার্তা ভারতে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় আনার অনুরোধ প্রধান উপদেষ্টার সীমান্তহত্যার অসঙ্গতি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে: পররাষ্ট্রসচিব

চিন্ময়ের মুক্তি দাবি বিজেপির, সীমান্ত বন্ধের হুমকি

রিপোর্টার নাম:
আপডেট মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

বাংলার কথা ডেস্ক

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) ধর্মীয় গুরু ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটি এরই মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ‘অবরোধ’ করার হুমকি দিয়েছে।

বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর আজ সোমবার (২৬ নভেম্বর) বিজেপি বিধানসভা সদস্যদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেছেন।

চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু বলেন, ‘আমরা তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

এ ছাড়া গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করবেন বলে জানান এই বিজেপি নেতা। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি না দিলে পতাকা নিয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ করে দেওয়ারও হুমকি দেন তিনি।

এক এক্স (সাবেক টুইটার) পোস্টে শুভেন্দু অধিকারী লিখেছেন, হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে ঢাকার ডিবি শাখা অপহরণ করেছে। তিনি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের টিকে থাকার লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছিলেন।

তিনি বাংলাদেশের বর্তমান সরকারকে ‘উগ্রপন্থী’ আখ্যা দিয়ে দাবি করেছেন, এই শাসনযন্ত্র যেকোনো ধরনের ‘কথিত হুমকি’ ঠেকাতে চরম পদক্ষেপ নিতে পারে।

অধিকারী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ‘অবিলম্বে পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানিয়ে আরও বলেছেন, বাংলাদেশের সরকার প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে।

পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও জয়শঙ্করকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল চিন্ময়ের কোনো ক্ষতি হলে বড় বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ‘১৯৪১ সালে ভারতের স্বাধীনতার আগে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছিল ২৮ শতাংশ, যা এখন ৭ দশমিক ৬৫ শতাংশে নেমে এসেছে। চিন্ময় বাংলাদেশের হিন্দুদের টিকে থাকার লড়াইয়ের মুখপাত্র। যদি তাঁর কিছু হয়, হিন্দুরা চুপ করে বসে থাকবে না। আমরা প্রতিবাদ করব।’

এর আগে, গত সোমবার রাজধানী ঢাকার বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়।

সূত্র: আজকের পত্রিকা

বাংলার কথা/নভেম্বর ২৬, ২০২৪

Loaded: 90.70%

Remaining Time 1:59

চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু বলেন, ‘আমরা তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

এ ছাড়া গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করবেন বলে জানান এই বিজেপি নেতা। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি না দিলে পতাকা নিয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ করে দেওয়ারও হুমকি দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ