• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাত সুইং স্টেটে কার অবস্থান কেমন রাজশাহী জেলা প্রশাসনের ২৫৪ বছরের ইতিহাসে প্রথম নারী ডিসি ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী জাতীয়াতাবাদী দল ঐক্য পরিষদের আত্মপ্রকাশ প্রথম পক্ষের দেনমোহরের টাকা শোধ না করে যাচ্ছিলেন দ্বিতীয় বিয়ে করতে, পথে হামলা শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে ভারত যা ভাবছে ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল কর্মী গুলিবিদ্ধ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি রাবি অধ্যাপক হাছানাত আলী প্রতি কেজি ইলিশে ৭৫০ টাকা পর্যন্ত লাভ নির্বাচন কবে হবে, জানালেন প্রধান উপদেষ্টা নাটোরে বৈষম্যবিরোধীদের নামে ছাত্রলীগকে পুনর্বাসনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে ২ লাখ ৫ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

রিপোর্টার নাম:
আপডেট বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আগামী রোববার চাঁপাইনবাবগঞ্জে মোট ২ লাখ ৫ হাজার ১৫৭ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। ৫ উপজেলায় ১১৬৫ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ৫৭১ শিশুকে নীল রংয়ের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী প্রায় ১ লাখ ৮০ হাজার ৫৮৬ শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ। জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিভিল সার্জন জানান, নিয়মিত কেন্দ্রের বাইরেও পাঁচ উপজেলায় প্রার্থী ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় একটি ভ্রাম্যমান কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে৷ জেলা জুড়ে দিনব্যাপী থাকা ১১৬৫টি কেন্দ্রে নিয়োজিত থাকবেন ৩৪৮৩ জন স্বেচ্ছাসেবক।

তিনি আরও জানান, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদের ইমামরা এ প্লাস ক্যাপসুল সম্পর্কে অবহিত করতে মুসল্লিদের মাঝে প্রচারণা চালাবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করবে। এমনকি বাদ পড়াদের বাড়ি বাড়ি গিয়ে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাদ পড়া শিশুদের ক্যাপসুল খাওয়ানো যাবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ