• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের বজ্রপাতে তিনজনের মৃত্যু

রিপোর্টার নাম:
আপডেট সোমবার, ৩ জুলাই, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সকাল সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে।

সদর উপজেলার জামতলা এলাকায় ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান ৫০ বছর বয়সী কৃষক ওমর আলী। তার বাড়ি ভোলাহাট উপজেলায়।

গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর গ্রামে বজ্রপাতে গুরতর আহত হন ৩৫ বছর বয়সী শরিফুল ইসলাম। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মুশরিভুজা গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান ৬০ বছর বয়সী আনোয়ার হোসেন।

এ ছাড়াও সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জহরপুর গ্রামে ব্রজপাতে দুটি গরু ও একজন গরুর রাখাল আহত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আলী, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, ভোলাহাট থানার ওসি সেলিম রেজা পৃথক এ তিনটি বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ