বাংলার কথা ডেস্ক
জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. মোশারফ হোসেনকে সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি শহিদুল ইসলাম বাবুলের জায়গায় কাজ করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে বহাল থাকবেন।
বুধবার (২১ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলেরও পদ স্থগিত করা করে বিএনপি। বুধবার ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়। এই ঘটনার জেরে তাদের পদ স্থগিত করা হয়েছে।
শামা ওবায়েদ ও শহিদুল ইসলাম বাবুল দুজনেরই বাড়ি ফরিদপুর–২ সংসদীয় আসনের অন্তর্গত নগরকান্দা উপজেলায়। দুজনই ওই আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
সূত্র: যুগান্তর
বাংলার কথা/আগস্ট ২২, ২০২৪