• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:২৫ অপরাহ্ন

কাটাখালী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও এক যুবলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন  

রিপোর্টার নাম:
আপডেট রবিবার, ৪ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর কাটাখালী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর রহমান। এসময় তার সাথে পরিষদের অন্যান্য কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নিয়ম মেনে কাটাখালী পৌরসভার বালুর ঘাটের টোল আদায়ের ইজারা দেওয়ায় ক্ষিপ্ত হন ভারপ্রাপ্ত মেয়র। তিনি চেয়েছিলেন ইজারা না দিয়ে ওই ঘাটে ট্রাকের টাকাগুলো হরিলুট করতে। তিনি সংবাদ সম্মেলনে দাবি করেন, পরিষদের সকলে মিলে এবার ওই ঘাট ইজারা দেয় দেড় কোটি টাকায়। এনিয়ে ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত ও পৌর যুবলীগ নেতা জনি ক্ষিপ্ত হয়। এই ঘটনার জেরে গত ১৮ মে রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে ধান গবেষণা কেন্দ্রের সামনের সড়কে একটি মোটরসাইকেলে করে তিন জন ব্যাক্তি চলন্ত অবস্থায় হত্যার উদ্দেশ্যে আমার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে আমার ডান পাশের উরুর উপরে জখম হয়। পরে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর রহমান অজ্ঞাতনামা ৫ জনকে আসামী করে মতিহার থানায় মামলা করেছেন। মঞ্জুর রহমান দাবি করেন, এই আক্রমণের সাথে ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত ও যুবলীগ নেতা জনি জড়িত।

তবে, যুবলীগ নেতা জনির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর রহমান ছুরিকাহত হওয়ার পর আমার সাথে কথা বলেন। আমরা সবাই তাকে সহযোগীতা করি। অথচ এখন কী হলো জানা নাই। তিনি দাবি করেন, আমি আগামী কাটাখালী পৌরনির্বাচনে প্রার্থী হতে চাই। এ কারণে একটি পক্ষ হয়তো এর পেছনে কাজ করছে যারা আমাকে নির্বাচন করতে দিতে চায় না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো নিউজ