ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে ২১০ পিস ইয়াবা ট্যাবলেসহ রুবেল পারভেজ (৪৫) নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাহাপুর ইউনিয়নের দীঘা গ্রামের নিজ বাড়ির বসতঘর থেকে পারভেজকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনার ‘খ’ সার্কেল ঈশ্বরদীর একটি টিম।
আটক রুবেল পারভেজ ওই এলাকাল মৃত সাইদুর রহমানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনার ‘খ’ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, আটক রুবেল পারভেজ একজন চিহ্নিত মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে আটক এবং ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, মাদকসহরুবেল পারভেজকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলার কথা/শেখ মেহেদী হাসান/সেপ্টেম্বর ১২, ২০২৪