Home » উত্তরের খবর » গঙ্গাচড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
গঙ্গাচড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

গঙ্গাচড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

গোলাম মোস্তফা রাঙ্গা ০

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের তুলশীরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদানে সামাজিক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্য্ক্রম অনুষ্ঠিত হয়েছে।

 

রংপুর কারমাইকেল কলেজ বিএনসিসি ইউনিটের উদ্যোগে বিনামূল্যে সোমবার (১৯ নভেম্বর) দিনব্যাপি এই কার্য্ক্রম অনুষ্ঠিত হয়।

 

কার্য্ক্রমকে সার্বিক সহযোগিতা করেন তুলশীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম রাজু সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

 

 

বিএনসিসির পক্ষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মহসিন, নাজমুল, মোরসালিন, লিলি, রংপুর রোজ হাসপাতালের নার্স হুমায়রা, সাবেক সার্জেন্ট প্রদীপ চন্দ্র, সাবেক সিইউও মোঃ আশরাফুল আলমসহ ২৪ জন ক্যাডেট এ কার্য্ক্রমে অংশ নেন।

 

উপস্থিত ছিলেন বিএনসিসি’র দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক এনসিও কর্পোরাল মোঃ রাজিবুল ইসলাম। এসময় চার মাসের শিশুসহ ৭৫ বছর বয়সী প্রায় এক হাজার নর-নারীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

 

 

০ গোলাম মোস্তফা রাঙ্গা, হিসাব রক্ষক, জেলা আনসার ও ভিডিপি দপ্তর, কুড়িগ্রাম। মুঠোফোন:  ০১৭৬৭-১০০৯৬৪, ই-মেইল: gmranga1982@gmail.com, Facebook Link : www.facebook.com/gmranga, twitter Link : twitter.com/GolamMostafaRan

 

বাংলার কথা/নভেম্বর ২০, ২০১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*