Home » উত্তরের খবর » নওগাঁর মহাদেবপুরে বাসচাপায় শিশু নিহত
নওগাঁর মহাদেবপুরে বাসচাপায় শিশু নিহত

নওগাঁর মহাদেবপুরে বাসচাপায় শিশু নিহত

নওগাঁ সংবাদদাতা ০

নওগাঁর মহাদেবপুরের নওহাটা মোড়ে আজ ২৩ জুলাই রোববার সকাল সাড়ে ১১টায় বাসচাপায় আবদুল্লাহ (৭) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ওই শিশুর বাবা-মা আহত হয়েছেন।

 

 
নিহত শিশুর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের পাঠানপাড়া এলাকায়। তার বাবার নাম সাইফুল ইসলাম।
মহাদেবপুরের নওহাটা পুলিশ ফাঁড়ির এসআই শামিম হোসেন জানান, নওগাঁ থেকে ফেরিঘাটগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়। শিশুটির বাবা-মাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি পালিয়ে গেছে। বাসের নাম ও নাম্বার পাওয়া গেছে।

 

বাংলার কথা/হৃদয়/জুলাই ২৩, ২০১৭