Today April 25, 2018, 8:33 pm |
Home » অর্থনীতি » ৫ দিন ছুটির পর হিলিতে আমদানি-রফতানি শুরু

৫ দিন ছুটির পর হিলিতে আমদানি-রফতানি শুরু

হিলি প্রতিনিধি ০
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৫ দিন বন্ধ থাকার পর আজ বুধবার দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সব  কার্যক্রম শুরু হয়েছে। তবে বন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরও দু-একদিন সময় লাগতে পারে বলে বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন।বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান,ঈদের জন্য ১-৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল। ফলে বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ ছিল। বুধবার দুপুর বেলা ১২টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মাঝে বন্দরের কার্যক্রম শুরু হয়।

হিলি স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে,বন্যা,পেঁয়াজ,চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষের নির্দেশে শুধু ঈদের দিন ছাড়া অন্যান্য দিন স্থল শুল্ক স্টেশনের সব কার্যক্রম খোলা রাখা হয়েছিল।

 

হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহাকারী ব্যবস্থাপক অশিত কুমার স্যানাল জানান, হিলি স্থল শুল্ক স্টেশনের সঙ্গে মিল রেখে বন্দরের ভেতরের সব কার্যক্রম খোলা রাখা হয়েছিল। তবে সিঅ্যান্ডএফ এজেন্টরা তাদের কার্যক্রম পরিচালনা না করায় ওই সময় বন্দরের কার্যক্রম চালু থাকলেও ট্রাক থেকে পণ্য খালাস, বোঝাই ও ডেলিভারির কার্যক্রম বন্ধ ছিল। আজ সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় বন্দরের ভেতরের কার্যক্রম শুরু হয়েছে।

 

বাংলার কথা/ ০৬ সেপ্টেম্বর, ২০১৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

সম্পাদকমন্ডলীর সভাপতি: ড. প্রদীপ কুমার পান্ডে
সম্পাদক: শ.ম সাজু
সহকারী সম্পাদক (রংপুর বিভাগ): তিতাস আলম
২০৯ (৩য় তলা), বোয়ালিয়া থানার মোড়, কুমারপাড়া, রাজশাহী। ফোন: ০১৯২৭-৩৬২৩৭৩, ই-মেইল: banglarkotha.news@gmail.com