নাটোর সংবাদদাতা ০
নাটোরে আটক পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও যুবদল নেতা সাজ্জাদ হোসেন সোহাগকে আটক করেছে সদর থানার পুলিশ। পরে তল্লাশী করে তার বাড়ি থেকে দেশীয় তৈরী ওয়ান সুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। গতকাল রোববার রাত তিনটার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এর আগে রাত ১০ টার দিকে শহরের চৗকিরপাড় এলাকা থেকে সোহাগকে আটক করা হয়। তবে অস্ত্র উদ্ধারের ঘটনাকে সাজানো নাটক বলে দাবী করেছে সোহাগের পরিবার। আটক সোগাগ চৌকিরপাড় এলাকার মজিবুল হকের ছেলে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০ টার দিকে শহরের চৌকির পাড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একাধিক মামলার ওয়ারেন্টি আসামী ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত তিনটার দিকে বাড়িতে তল্লাশী চালানো হয়। এসময় তার বাড়িথেকে একটি ওয়ান সুটার গান ও এক রাউন্ড গুলি পাওয়া যায়।
আটক কাউন্সিলর ও যুবদল নেতা সাজ্জাদ হোসেন সোহাগের বোন রুপালী খাতুন অভিযোগ করে জানান, পুলিশ তাদের বাড়ি থেকে কোন অস্ত্র পায়নি। তল্লাশীর নামে নাটক সাজিয়ে তারাই অস্ত্র দিয়ে তার ভাইকে ফাঁসিয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান এই অভিযোগকে ভিত্তিহীন দাবী করে জানান, কাউন্সিলর সোহাগের নামে থানায় পাঁচটি মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল। অভিযান চালিয়ে তাকে রোববার রাতে আটক করা হয়। পরে অস্ত্র উদ্ধারের পর অস্ত্র আইনে সদর থানায় আরো একটি মামলা রুজু করা হয়েছে।
বাংলার কথা/ইউনুস/জুলাই ১৭, ২০১৭