Today June 22, 2018, 7:41 am |
Home » উত্তরের খবর » জেনে নিন রাজশাহীতে কখন কোথায় ঈদের জামাত

জেনে নিন রাজশাহীতে কখন কোথায় ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক ০
বিভাগীয় শহর রাজশাহীতে পবিত্র ঈদ-উল-আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় হযরত শাহ্ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এজন্য ঈদগাহ ময়দান এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। বিশাল এই ঈদ জামায়াতে ইমামতি করবেন হযরত শাহ্ মখদুম (রহ.) জামেয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলী।

তবে বৈরি আবহাওয়া বিরাজ করলে একই সময়ে হযরত শাহ্ মখদুম (রহ:) দরগা মসজিদে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় পরিচালক মাহবুব আলম গতকাল বৃহস্পতিবার ঈদ জামাতের সময়সূচির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী মহানগরীতে এবার সিটি করপোরেশনের উদ্যোগে যৌথভাবে ২৫টি ঈদ জামাত আয়োজন করা হবে। এসব ঈদ জামাত বেশিরভাগই শেষ হবে সকাল সাড়ে আটটার মধ্যে। উপজেলা পর্যায়েও ওই সময়ের মধ্যেই ঈদ জামাত শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সকাল ৭টায় ঈদ জামাত হবে যেখানে
রাজশাহী প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়

সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত হবে যেখানে
নওদাপাড়া আম চত্ত্বর আহলে হাদীস মাঠ, বিনোদপুর আহলে হাদীস জামে মসজিদ এবং উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ।

সকাল পৌনে ৮টায় ঈদ জামাত হবে যেখানে
বালিয়া পুকুর জামে মসজিদ মাঠ।

সকাল ৮টায় ঈদ জামাত হবে যেখানে
হযরত শাহ্ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহ, টিকাপাড়া (মহানগর) ঈদগাহ, সাহেব বাজার বড় রাস্তায়, কাদিরগঞ্জ হাজী লাল মুহাম্মদ ঈদগাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ, বুলনপুর ঈদগাহ, মসজিদ-ই-নূর ঈদগাহ, কয়েরদাড়া ঈদগাহ, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, ডিঙ্গাডোবা ঈদগাহ মাঠ, কাশিয়াডাঙ্গা সিটি গেইট ঈদগাহ, কাশিয়াডাঙ্গা ঈদগাহ, বালিয়াপুকুর জামে মসজিদ, রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম (তেরখাদিয়া) ঈদগাহ, শিরোইল সরকারি হাই স্কুল ঈদগাহ, আসাম কলোনী বাইতুল মামুর জামে মসজিদে, মালদা কলোনী ঈদগাহ, শিরোইল স্কুল ঈদগাহ, রামচন্দ্রপুর মহলদার পাড়া ঈদগাহ, চৌদ্দপাই মোড় ঈদগাহ, খাদেমুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ, তালাইমারী বাজার ঈদগাহ, পাঁচানি মাঠ, লোকনাথ স্কুল মাঠ, কাজলা ঈদগাহ, ডাঁশমারী পূর্ব পাড়া ঈদগাহ, সপুরা শাহী জামে মসজিদ এবং বিএডিসি ঈদগাহে।

সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত হবে যেখানে
রাজশাহী জজ কোর্ট ঈদগাহ, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ, রায়পাড়া বশরী ঈদগাহ, কাঠালবাড়ীয়া ঈদগাহ, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহ, শালবাগান গণপূর্ত মাঠ, মোল্লাপাড়া ঈদগাহ, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠ, সাতবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ, জাহাজঘাট মোড় ঈদগাহ মাঠ, খোঁজাপুর ১নং ঈদগাহ, পাঁচানী ঈদগাহ মাঠ সাতবাড়িয়া ঈদগাহ, শহীদবাগ জামে মসজিদ এবং মেহেরচন্ডি বুধপাড়া ঈদগাহ।

বাংলার কথা/আগস্ট ৩১, ২০১৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

সম্পাদকমন্ডলীর সভাপতি: ড. প্রদীপ কুমার পান্ডে
সম্পাদক: শ.ম সাজু
ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ হাবিবুর রহমান
২০৯ (৩য় তলা), বোয়ালিয়া থানার মোড়, কুমারপাড়া, রাজশাহী। ফোন: ০১৯২৭-৩৬২৩৭৩, ই-মেইল: banglarkotha.news@gmail.com